গানে গানে দেশ, সমাজ, মানুষ ও নানা অসংগতির কথা তুলে ধরা সংগীতশিল্পী হায়দার হোসেন চুপ থাকতে পারেন নি গেল জুলাই মাসের ছাত্র আন্দোলনেও। তবে ভক্তদের জন্য সেই গান প্রকাশ করছেন কিছুটা দেরিতে, ২৮ আগস্ট।
বুধবার, ২৮ আগস্ট ‘আমি লিখতে চাইনি’ শিরোনামের গানটি নিজের ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে হায়দার হোসেন লিখেছেন, ‘এই গানটি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য। ১৮ জুলাই আপলোড করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আপলোড করলাম।’
কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হায়দার হোসেনের আরেকটি নতুন গান। ‘বিজয় উল্লাস’ শিরোনামের গানটি লেখা ও সুর হায়দার হোসেনের। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। হায়দার হোসেনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাটি ব্যান্ডের ভোকাল মিরাজ খান।