Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ছাড়পত্র পেতে সার্টিফিকেশন বোর্ডে শাকিবের ‘বরবাদ’

বরবাদ সিনেমার মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, গান প্রায় সবই প্রকাশ হয়েছিল ঈদকে ঘিরে। কোনকিছুর কমতি প্রায় ছিলো না। কিন্তু ঈদে ছবিটির মুক্তি পাওয়া নিয়ে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা। কারণ গতকাল রবিবার পর্যন্ত সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি ছবিটি।   

জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পরই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে হবে ছবিটি। তবে, মন্ত্রণালয়ের অনুমতিপত্রে দেরি হওয়ায় বরবাদ ছবির মুক্তি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে আলোচনা চলছিল।

এদিকে, শাকিব খানের ভক্তরা তাদের প্রিয় নায়কের ছবি মুক্তির জন্য ফেসবুকে সরব ছিলেন। তাদের আশঙ্কা এখন দূর হয়েছে। গতকাল রোববার, মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেয়ে ছবিটি আজ ২৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়েছে। এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল।

তিনি বলেন, “ছাড়পত্রের জন্য বরবাদ  আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা ছবিটি দেখব এবং পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।”

এদিকে, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার বলেন, “আমরা অনেক কষ্ট করে ছবিটি বানিয়েছি। একটি ভালো ছবি তৈরির জন্য যা যা প্রয়োজন, সবকিছুই করেছি। বাংলাদেশি ছবির গ্লোবাল মার্কেটের কথা ভেবে কোনো আপস করিনি। ছবির নাম ঘোষণা এবং শুটিং শুরুর পর থেকেই বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করেছি। পোস্টার, টিজার এবং গান প্রকাশের পর দেশ-বিদেশে শাকিবের ভক্তদের পাশাপাশি সিনেমাপ্রেমীরা ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যা আমাদের বেশ অনুপ্রাণিত করেছে। হলমালিকরাও তাদের আশাবাদ প্রকাশ করেছেন। কিছু সময়ের জন্য সামান্য জটিলতা তৈরি হলেও সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে। এখন ছবিটি দর্শকের কাছে পৌঁছাতে পারব, এটা আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়। ঈদুল ফিতরে সবাই বরবাদ নিয়ে মেতে উঠুক, এটাই আমাদের আশা।”

এছাড়া, ছবির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে শাহরিন আক্তার আরও বলেন, “আমরা সরকারের সমস্ত নিয়ম মেনে ছবিটি বানিয়েছি। মন্ত্রণালয় কাগজপত্র যাচাই-বাছাই করে শুটিংয়ের অনুমতি দিয়েছে। গতকাল মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম সবাই খুব আগ্রহ নিয়ে বরবাদ সম্পর্কে জানতে চাইছেন, যা আমাকে একেবারে অবাক করেছে।”

বরবাদ ছবির পরিচালক মেহেদী হাসান। এতে শাকিব খানের বিপরীতে জুটি হয়েছেন ইধিকা পাল। ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চার নায়িকায় জমে উঠছে ওটিটি প্লাটফর্ম

ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশ ঝমকালো আয়োজনে মেতে থাকে। এবার রোজার ঈদেও ওটিটিতে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ,…

সবিতা ধুলিপালার জায়গায় অভিনয় করলো কুকুর!

অভিনয়ের সুযোগ পেয়েও শেষমেশ তা হাতছাড়া হয়ে যান সবিতা ধুলিপালা। এমনকি তার জায়গায় সুযোগ পেয়েছিল একটি কুকুর!…
0
Share