জেল খাটার সাজা পেলেন জয়া প্রদা।
১১ আগস্ট চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালত নায়িকাকে ৬ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানার সাজা শোনায়।
কিন্তু কেন অভিনেত্রীকে সাজা শোনাল আদালত?
কয়েক বছর আগে দুই সহযোগী রাম কুমার ও রাজা বাবুর সাথে চেন্নাইতে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। ব্যবসায় টানা লোকসানের জেরে হলটি বন্ধ করে দেন তিনি।
নায়িকা ও তার সহযোগীদের বিরুদ্ধে হল বন্ধ করার পরই হলটিতে কর্মরত স্টাফ অভিযোগ আনেন। তাদের ভাষ্যমতে, সেখানে কর্মরত অবস্থায় তাদের বেতন থেকে ইএসআই-এর অধীনে কেটে নেওয়া টাকা পরিশোধ করা হয়নি। তাদের অভিযোগের প্রেক্ষিতে লেবার গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কর্পোরেশন জয়া ও তার দুই সহযোগীর বিরুদ্ধে চেন্নাইয়ের একটি আদালতে মামলা দায়ের করে।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, টাকা পরিশোধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নায়িকা আদালতকে মামলাটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেও তার আবেদন খারিজ করে সাজা শোনায় আদালাত।
এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী জয়া প্রদার শেষ ছবি্ নাম ‘সুবর্ণ সুন্দরী’ ২০১৯ সালে মুক্তি পায়। ২০১৯ সাল থেকেই বিজেপির হয়ে রাজনীতিতে নাম লেখান তিনি।