সোমবার (১১ আগস্ট) চির বিদায় নিয়েছেন বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বাইয়ের দাদার এলাকায় দুই ছেলের সঙ্গে থাকতেন এ অভিনেত্রী।
বর্ষীয়ান অভিনেত্রী নাজিমার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার চাচাতো বোন জারিন বাবু। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন নাজিমা। তখন তার নাম ছিল বেবি চাঁদ। প্রথম সিনেমার নাম ছিল ‘দো বিঘা জামিন’। পরিচালক বিমল রায় নিজে আবিষ্কার করেছিলেন নাজিমাকে।
১৯৪৮ সালে ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন অভিনেত্রী নাজিমা। তার প্রকৃত নাম মেহর-উন-নিসা। তার দাদি শরিফা বাই ছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী, আর পিসি হুসন বানুও রুপালি পর্দায় নিজের ছাপ রেখে গিয়েছেন। ফলে ছোটবেলা থেকেই সিনেমার স্বাদ নিয়ে বেড়ে ওঠেন।
‘বেবি চাঁদ’ নামে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন নাজিমা। ‘দেবদাস’ (১৯৫৫) সিনেমায় ছোট পারুর বান্ধবীর চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। ‘বিরাজ বহু’ সিনেমায় অভি ভট্টাচার্যের বোন, ‘আয়ে দিন বাহার কে’ সিনেমায় আশা পারেখের বোন, ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর প্রিয় বান্ধবী, ‘অব দিল্লি দূর নেহি’ সিনেমায় রাজ কাপুরের প্রযোজনায় অভিনয় করেন নাজিমা। মূলত, অভিনেত্রীদের বোন বা প্রিয় বান্ধবীর চরিত্রে অভিনয় করলেও, নাজিমা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী।
১৯৫৮ সালে ‘প্রিন্সেস সাবা’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন নাজিমা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’ প্রভৃতি। কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে ‘আউরত’, ‘ডোলি’ সিনেমায় পর্দা ভাগ করে নিয়েছেন নাজিমা। তাছাড়া সঞ্জীব কাপুরের সঙ্গে ‘নিশান’ সিনেমায় অভিনয় করেও নজর কাড়েন এই অভিনেত্রী।