নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে, নিজের বিয়ের পোশাকটিকে রূপান্তরিত করে নতুন ভাবে পরিধান করেছিলেন তিনি, এবং নাগার দেওয়া বাগদানের আংটিটি এখন তিনি লকেট হিসেবে ব্যবহার করছেন।
এরপরে ঘটালেন আরেক কান্ড, প্রাক্তন স্বামীর স্মৃতির শেষটাও মুছে ফেললেন সামান্থা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তার হাতের ট্যাটু আর দেখা যাচ্ছে না। নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক চলাকালীন সময়ে তিনি এই ট্যাটু করিয়েছিলেন, যা নাগার হাতের ট্যাটুর সাথে মিল ছিল। সম্পর্ক শেষ হওয়ার পরও এই ট্যাটু ছিল, যা নিয়ে অনেকবার সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে।
তবে এখনকার ছবিতে এই ট্যাটু আর দেখা না যাওয়ায়, নেটিজেনরা ধারণা করছেন, সামান্থা হয়তো শেষ পর্যন্ত তার ট্যাটুটি মুছে ফেলেছেন। যদিও নাগার হাতে এখনও সেই ট্যাটু রয়েছে, তবে প্রাক্তনকে পিছনে ফেলে নতুন জীবন শুরু করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এই পদক্ষেপকে সাদরে গ্রহণ করেছেন তার অনুরাগীরা।