Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
Your Image

চিন্তিত অর্ণব, ‘খাল কেটে কোন কুমির আসবে না তো…’ 

শায়ান চৌধুরী অর্ণব | ছবি: গুগল

শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেশ ছাড়ার পর ছাত্র- জনতার বিজয় এসেছে বটেই। তবে এর পাশাপাশি ঘটেছে স্থাপনা ভাঙচুর, লুটপাট ও ডাকাতির মত বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা। এমনই এক দুর্ভাগ্যজনক হামলার শিকার হয় জলের গানের দলনেতা ও ব্যান্ডের ভোকাল রাহুল আনন্দের বাসা। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দেশের আরেক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

রাহুল আনন্দ ও তার বাড়ির বর্তমান অবস্থা । ছবি: গুগল

রাহুলের বাড়ি পুড়িয়ে দেয়ার খবরটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা প্রকাশ করে অর্ণব লেখেন, ‘এটি অনেক বড় একটি ক্ষতি। মেনে নিতে পারছি না। একেবারেই ভুল! আমরা আপনার সাথে আছি রাহুল। আমরা দুঃখিত।’

শায়ান চৌধুরী অর্ণবের স্ট্যাটাসের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

গায়ক আরও লেখেন, ‘তারা রাহুলের বাসা পুড়িয়ে দিয়েছে। তার অনেক বাদ্যযন্ত্র ছিল সেখানে। বিস্মিত হচ্ছি, খাল কেটে কোন কুমির আসবে!’

রাহুল আনন্দ | ছবি: ফেসবুক

অর্থাৎ, রাহুলের বাসায় হামলার খবরে রীতিমত মর্মাহত এই শিল্পী। একদম যেন মেনেই নিতে পারছিলেন না। কেননা, রাহুল আনন্দের গানের মূল বৈশিষ্ট্য হলো- গানের তালে তালে অসাধারণ কিছু বাদ্যের সুর। আর এই বাদ্যযন্ত্রগুলোর বেশির ভাগই রাহুলের নিজ হাতে বানানো। রাহুল তার বাসাতেই যেন একটি বাদ্যযন্ত্রের যাদুঘর গড়ে তুলেছিলেন। আর সেই বাদ্যযন্ত্রগুলো ভাঙচুর করা হয়েছে, পু’ড়িয়ে দেয়া হয়েছে। একদল দুর্বৃত্তের হামলায় নিমিষেই শেষ হয়ে গেছে রাহুলের দীর্ঘদিনের পরিশ্রম।

অর্ণব ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই মর্মাহত হয়েছেন বিষয়টি নিয়ে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়ক হিসেবে দেবকে চান চয়নিকা চৌধুরী

নিজের নতুন সিনেমা ‘সখা সোলমেট’-এর জন্য নায়ক হিসেবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে নেওয়ার ইচ্ছা প্রকাশ…

‘অভিনয়শিল্পী সংঘ’ নিয়ে যা বললেন সভাপতি নাসিম

১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন হলে অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’…

প্রেক্ষাগৃহে জাংকুকের ‘আই এম স্টিল’ 

জনপ্রিয় কোরিয়ান কে-পপ ব্যান্ড, বিটিএসের অন্যতম জনপ্রিয় তারকা জিয়ন জাংকুক। বয়সে সবচেয়ে ছোট হলেও বলা যায়,…
0
Share