ঢালিউডের অভিনেতা শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অভিযোগ- প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের।
শান্ত’র বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মো. আতাউর রহমান সরকার। তিনি দুদকের সহকারী পরিচালক। আতাউর ৩ জুলাই ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, প্রায় দুই বছর থেকে এই নায়কের সন্দেহজনক বিশাল সম্পত্তির স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। ২০২২ সালে সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেতে দেশি-বিদেশি ৫৮টি ব্যাংককে চিঠি পাঠিয়েছিল সংস্থাটি।
প্রসঙ্গত, শান্ত খান হলেন প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে। তিনি বড় পর্দায় অভিষেক করেন ২০১৯ সালে। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।
এদিকে শান্ত খানের মত তার বাবা সেলিম খানও আছেন দুদকের নজরে। তিনিও অভিযুক্ত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপন করার কারণে।