ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশ ঝমকালো আয়োজনে মেতে থাকে। এবার রোজার ঈদেও ওটিটিতে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ, সিনেমা ও একাধিক নাটক। গল্পের বৈচিত্র্যের পাশাপাশি এসব কনটেন্টে থাকছেন জনপ্রিয় তারকারা।
ওটিটি প্লাটফর্ম হইচইয়ে ২৮ শে মার্চ মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত সিরিজ ‘জিম্মি’। ঈদে চরকিতে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলার ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। ঈদের দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে অপূর্ব ও ফারিণের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।
এছাড়াও ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে শবনম বুবলীর সিনেমা ‘ছায়া’। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ‘ছায়া’। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, অন্যান্য চরিত্রে পল্লব, শবনম বুবলী, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।
ঈদ উপলক্ষে মোশাররফ করিমের দুটি নাটক প্রকাশ করবে বিঞ্জ। নাটক দুটি হলো ‘ত্যাড়া জামাই’ ও ‘টেনশন’। সোহেল হাসানের ত্যাড়া জামাই নাটকে মোশাররফ করিমের সঙ্গে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি।