Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

চার দফা দাবি নিয়ে কর্মবিরতিতে বিজ্ঞাপনচিত্র নির্মাতারা

কর্মবিরতিতে বিজ্ঞাপনচিত্র নির্মাতারা | ছবি: গুগল

এবার বিজ্ঞাপনচিত্র নির্মাতারা ডেকেছেন অনির্দিষ্টকালের ধর্মঘট! এতে সায় দিয়েছে সংশ্লিষ্ট প্রায় সবগুলো সংগঠন।

১ সেপ্টেম্বর ধর্মঘটের ঘোষণা করেছে বিজ্ঞাপনচিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাডফিল্ম অ্যান্ড কনটেন্ট প্রডিউসার্স (বিএএসিপি)। মূলত তিনটি দাবি নিয়ে এই কর্মসূচি পালন করছেন সংগঠনের সদস্যরা। তারা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট কিংবা কর্মবিরতি চলবে।

বিজ্ঞাপনচিত্র নির্মাতাদের দাবিগুলো হলো-
১) পূর্বের বকেয়া নিষ্পত্তি
২) সময়ানুযায়ী কাজের আদেশ
৩) সময়মতো কাজের আদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া
৪) ⁠৭৫ শতাংশ অগ্রিম অর্থ প্রদানের পর অবশিষ্ট ২৫ শতাংশ বিলিংয়ের ৪৫ দিনের মধ্যে প্রদান।

    বিএএসিপি’র নেতাদের ভাষ্যমতে, ‘বাংলাদেশ যেহেতু ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, তাই বিজ্ঞাপনচিত্র শিল্পকেও সংস্কার করার এটাই উপযুক্ত সময়।’ অতঃপর, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

    এদিকে বিএএসিপি’র আহ্বায়ক মো. হাবিবুর রহমান তারেক বলেন, ‘বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে আমরা কয়েক দফা একসঙ্গে বসে আলোচনা করেছি। এরপর ইমেইল করে সংকট নিরসনের আহ্বান জানিয়েছি। কিন্তু কোনও সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি আমরা।’

    বিজ্ঞাপনচিত্র নির্মাণে সম্পৃক্ত অন্যান্য সংগঠন এই ধর্মঘটকে সমর্থন দিয়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে। এ সংগঠনগুলো হলো- অ্যাডভার্টাইজিং অ্যান্ড ফিল্মমেকারস অ্যাসোসিয়েশন (এডিএফএ), বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস (বিএসি), পোস্ট প্রোডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি), আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিএএএমএস, মেকআপ, প্রোডাকশন ম্যানেজার, লাইট, ক্যামেরা, কাস্টিং পরিচালক এবং সেট কারিগররা।

    বিজ্ঞাপন নির্মাণ সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, পাঁচ দশকের ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম বিজ্ঞাপনচিত্র নির্মাতাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার মত ঘটনা ঘটলো।

    উল্লেখ্য, বিএএসিপি আত্মপ্রকাশ করে করোনাকালে। বর্তমানে এর সদস্য তালিকায় আছে দেশের ৬০টি প্রোডাকশন্স হাউস।

    Share this article
    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read next

    নায়ক হিসেবে দেবকে চান চয়নিকা চৌধুরী

    নিজের নতুন সিনেমা ‘সখা সোলমেট’-এর জন্য নায়ক হিসেবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে নেওয়ার ইচ্ছা প্রকাশ…

    ‘অভিনয়শিল্পী সংঘ’ নিয়ে যা বললেন সভাপতি নাসিম

    ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন হলে অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’…

    প্রেক্ষাগৃহে জাংকুকের ‘আই এম স্টিল’ 

    জনপ্রিয় কোরিয়ান কে-পপ ব্যান্ড, বিটিএসের অন্যতম জনপ্রিয় তারকা জিয়ন জাংকুক। বয়সে সবচেয়ে ছোট হলেও বলা যায়,…
    Exit mobile version