১৭ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ২০০০ সালের প্রথম দশকের খ্যাতিমান সিনেমার ব্যানার শিল্পী মো. শুয়েব ওস্তাদ।
বেসরকারি গণমাধ্যমের একজন সাংবাদিক শিল্পীর চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনেকটা আক্ষেপ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘বিলুপ্তপ্রায় হাতে আঁকা সিনেমার ব্যানার শিল্পের গৌরবময় ইতিহাস জানা গুণী শিল্পীর মৃত্যুতে হয়তো কোন নিউজ হবেনা কিংবা উনার মৃত্যুদিন কেউ স্মরণে রাখবে না।‘
প্রসঙ্গত, সিনেমা হলের বোর্ডে শুয়েব ওস্তাদের হাতেই প্রাণ পেয়েছিলেন রাজ্জাক-করবী-সোহেল রানা-আলমগীর- শাবানা-দিতি-ববিতা-জসিম-মান্না-শাকিব খান-অপু বিশ্বাস সহ জনপ্রিয় সব তারকারা। ২০০৬ সালের পর অর্থাৎ দীর্ঘ দুই দশকের বিরতির পর সবশেষ অপারেশন সুন্দরবন ও ১৯৭১ সেইসব দিন সিনেমার ব্যানার হাতে এঁকেছিলেন শিল্পী মো. শুয়েব ওস্তাদ ও তার দল।