৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় মা’রা যান হলিউড অভিনেত্রী গ্লেনেস জনস। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার মিচ ক্লেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
এক বিবৃতিতে গ্লেনেস জনসের ম্যানেজার জানান, “জীবন নিয়ে গ্লেনেস ব্যতিক্রমী চিন্তা করতেন। তার বুদ্ধিমত্তা, অভিনয়ের জন্য ভালোবাসা লাখ লাখ ভক্তের কাছে পৌঁছে গিয়েছিল। আমি শুধু তাকে হারানোর শোকেই বিলাপ করছি না, হলিউডের সোনালি যুগ যে শেষের দিকে, এটা সুস্পষ্ট।”
১৯২৩ সালের ৫ অক্টোবর জন্ম নেওয়া গ্লেনেস প্রথম পরিচিতি পান ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রিয়েদা’ সিনেমার জন্য। ‘দ্য চ্যাম্পস রিপোর্ট’ সিনেমার জন্য গোল্ডেন গ্লোবে মনোনয়ন প্রাপ্ত গ্লেনেস জনস শেষবার, ১৯৯৯ সালে ‘সুপারস্টার’ সিনেমা দিয়ে পর্দায় ফিরেছিলেন।