Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

চলে গেলেন ‘মায়া দর্পণ’ খ্যাত কুমার সাহানি

কুমার সাহানি | ছবি: সংবাদ প্রকাশ

মারা গেছেন ভারতের আর্টহাউজ সিনেমার অন্যতম পথিকৃৎ নির্মাতা কুমার সাহানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর খবর অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি ওপারে পাড়ি দিয়েছেন সাহানি। কলকাতাতে মৃত্যু হয়েছে তার।

সাহানি ছিলেন কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের অন্যতম প্রিয় ছাত্র। ‘মায়া দর্পণ’ ও ‘তরঙ্গ’ সিনেমার মতো যুগান্তকারী চলচ্চিত্র নির্মাণ করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। সিনেমা নির্মাণের ক্ষেত্রে তিনি অনুপ্রেরণা নিতেন কিংবদন্তি পরিচালক পিয়ের পাসোলিনি ও আন্দ্রেই তারকোভস্কি হতে।

সিনেমা পরিচালনার পাশাপাশি লেখালেখিতেও সাহানি ছিলেন অতুলনীয়। তার লেখা অন্যতম বই হলো- ‌‘দ্য শক অব ডিজায়ার অ্যান্ড আদার এসেস’। যেখানে শুধু চলচ্চিত্রই নয়, রাজনীতি, ভারতীয় ইতিহাস ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণও পাওয়া গেছে।

পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকে পড়াশোনা করেছেন সাহানি। পরে তিনি চলে যান ফ্রান্সে। সেখানে রবার্ট ব্রেসনকে তার ‘আঁ ফেমে ডাউস’ শীর্ষক সিনেমা নির্মাণে সহায়তা করেন। ঋত্বিক ঘটক ও ব্রেসনকে শিক্ষক হিসেবে মানতেন এই গুণী নির্মাতা।

উল্লেখ্য যে, সাহানি ১৯৭২ সালে নির্মল ভার্মার একটি গল্প অবলম্বনে নির্মিত ‘মায়া দর্পণ’ চলচ্চিত্রের জন্য সেরা ফিচার ফিল্ম বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ‘মায়া দর্পণ’ ও ‘তরঙ্গ’ ছাড়া তার নির্মিত আরও উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘খেয়াল গাথা’, ‘কসবা’ ও ‘চার অধ্যায়’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চার নায়িকায় জমে উঠছে ওটিটি প্লাটফর্ম

ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশ ঝমকালো আয়োজনে মেতে থাকে। এবার রোজার ঈদেও ওটিটিতে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ,…

সবিতা ধুলিপালার জায়গায় অভিনয় করলো কুকুর!

অভিনয়ের সুযোগ পেয়েও শেষমেশ তা হাতছাড়া হয়ে যান সবিতা ধুলিপালা। এমনকি তার জায়গায় সুযোগ পেয়েছিল একটি কুকুর!…
0
Share