চলে গেলেন পল্লীগানের শিল্পী নাদিরা বেগম। ৬ নভেম্বর রাতে তিনি পৃথিবীকে চিরবিদায় জানান।
মৃ’ত্যুকালে নাদিরা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিন দিন থেকে হার্টের সমস্যাজনিত অসুস্থতায় তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। পরবর্তীতে ৬ নভেম্বর রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। পল্লীগানের এই শিল্পীর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেকজন ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক মোস্তাফিজুর রহমান।
নাদিরা বেগম পরিচিত ছিলেন ভাওয়াইয়া, পল্লীগীতি ও লোকগীতি নিজের কণ্ঠের জাদু দিয়ে গাওয়ার কারণে। ১৯৬০ সালে তিনি রেডিও সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে। তার অর্জনের মধ্যে আরও রয়েছে ২০১৫ সালের বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত শিল্পকলা পদক।
লোকগীতির অনেক জনপ্রিয় গান গাওয়া এই সংগীতশিল্পীর আরেক পরিচয় হলো- তিনি ছিলেন গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে। তাছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।
গ্রামের বাড়ি জয়পুরহাটে নাদিরা বেগমকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে।