১২ ডিসেম্বর জীবনসঙ্গী হারালেন নির্মাতা নার্গিস আক্তার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নার্গিসের স্বামী এবিএম ইউনুস খান।
স্বামীর মৃ’ত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস শেয়ার করে সবাইকে জানিয়েছেন বিষয়টি। নার্গিস তার পোস্টে লিখেন, “আমার স্বামী এবিএম ইউনুস খান আজ সকাল ১১.৫৬ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন। আপনারা সবাই তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।”
এর আগে ১১ ডিসেম্বর ‘চার সতীনের ঘর’ খ্যাত এই নির্মাতা তার স্বামীর লাইফ সাপোর্টে থাকার খবর জানিয়েছিলেন। পাশাপাশি তিনি দোয়া চেয়েছিলেন তার ‘খান সাহেব’-এর জন্য।
জানা গেছে, পাঁচ মাস ধরে ক্যানসারের সাথে যুদ্ধ করছিলেন ইউনুস। অবশেষে শেষ রক্ষা হলো না তার। ওপারের ডাকে সাড়া দিতে হলো তাকে।
১২ ডিসেম্বর বাদ আসর ধানমন্ডি ৩২ নাম্বার ব্রিজ সংলগ্ন তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে ইউনুসকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নেত্রকোনা-আটপাড়ায়। সেখানে ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে।