বিয়ে মানেই বিশাল কিছু। প্রতিটা মানুষের জন্যই বিয়ের সমীকরণটা এক-ই। তারকারাও এর ব্যতিক্রম নয়। বরং তারকাই বেশ ভেবেচিন্তে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। চলতি বছর দেশ এবং দেশের বাইরের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। কেউ জমকালো আয়োজনে আবার কেউ ছিমছাপ ঘরোয়া পরিবেশে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।
১২ জানুয়ারি লেখক আবু সাইয়িদ রানার গলায় মালা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একই দিনে জীবনের নতুন অধ্যায় শুরু করেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রেমিকা সার্জিন আহমেদ নির্জনাকে বিশাল আয়োজনে বিয়ে করেন তিনি।
১৪ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তারকা জুটি অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। এক ফেসবুক পোস্টে নিজেদের বিয়ের খবর জানান এই তারকা দম্পতি।
১১ বছর প্রেমের পর ওয়াহিদা রাহীকে বিয়ে করেন নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব। যদিও তিনি বিয়ে সেরেছিলেন ২০২৩ সালেই। তবে চলতি বছরের জানুয়ারি মাসে সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নেন তিনি।
একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস আরিফ হককে চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ।
চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মত বিয়ে করেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মহাখালীর গাউসুল আজম মসজিদে, হাসান আজাদকে বিয়ে করেন তিনি।
সংগীতশিল্পী নাবিলা রাহনুমও বিয়ে সেরেছেন চলতি বছরেই। যদিও স্বামীর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
ভালোবাসা দিবসে নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জানা যায়, তার স্বামী, সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
আরেক দিকে কাকপক্ষীকেও জানতে না দিয়ে ২৩ মার্চ দীর্ঘ দিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সাথে উদয়পুরে গাঁটছড়াবাঁধেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। একই মাসে রাজস্থানের জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া।
এই বছরের মে মাসেই প্রেমিক ও অভিনেতা জেক বনজিওভিকে বিয়ে করেন ‘স্ট্রেঞ্জার্স থিংস’ খ্যাত মিলি ববি ব্রাউন।
২৩ জুন বাড়িতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন বলিউডের ‘দাবাং গার্ল’ খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালের সাথেই নতুন জীবনের শুরু করেছেন শত্রুঘ্ন সিনহা কন্যা।
নানান জল্পনা-কল্পনাশেষে এই বছরের জুলাই মাসে আইনি মতে বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।
২৫ আগস্ট অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেছেন ব্রিটিশ অভিনেত্রী ও মডেল অ্যামি জ্যাকসন। এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি সুইজারল্যান্ডের একটি ঝুলন্ত ব্রিজে নিজের বাগদানের মুহুর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন অ্যামি।
এই বছরের ১৭ সেপ্টেম্বর বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। খ্রিষ্টান রীতিনীতি মেনে প্রেমিকা ব্রুকি সানসোনের সাথে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন চার্লি।
দীর্ঘ ছয় বছর প্রেমের পর গেল ১০ অক্টোবর বিয়ের পিড়িতে বসেন ঢাকাই চিত্রনায়িকা শিরিন শিলা। ফার্মাসিস্ট আবিদুল মোহাইমিন সাজিলের সাথে ঘরোয়া আয়োজনে কাবিন সম্পন্ন করেন অভিনেত্রী।
চলতি বছরেই বিয়ে করেন তারকা জুটি আদিতি রাও হায়দারি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। অতি সাধারণভাবেভাবে দক্ষিণী রীতিনীতি মেনে বিয়ে সারেন তারা।
২০২৪ সালেই অভিনেতা সুমিত সুরিকে বিয়ে করেন টেলিভিশনের পরিচিত মুখ ও ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সুরভি জ্যোতি। ২৭ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।
বছরের একদম শেষের দিকে নতুন জীবনের শুরু করেছেন দক্ষিণী তারকা জুটি নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা। ৪ অক্টোবর দ্বিতীয়বারের মত বিয়ে করেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা!