‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন চলছে দীর্ঘ দিন ধরেই। বেশ কিছুদিন ঢালিপাড়ায় চলছে চলতি বছরেই নাকি বিয়ে করছেন এই জুটি। সম্প্রতি এই গুঞ্জনের জবাবও দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নির্মাতা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের গুঞ্জন নিয়ে জানতে চাইলে নির্মাতা রাফি বলেন, ‘বিয়ের পরিকল্পনা এখনও করিনি। আমার পরিচালিত অনেকগুলো সিনেমা হিট হয়েছে। তবে আমি আরও কিছু হিট সিনেমা দর্শকদের উপহার দিতে চাই। তারপর বিয়ে নিয়ে ভাববো।’
যদিও বিয়ের গুঞ্জনে একেবারেই নীরব রয়েছেন অভিনেত্রী তমা! তবে বেশ আগে এক সাক্ষাৎকারে তমা বলেছিলেন, ‘নির্মাতা রাফির সাথে আমার বোঝাপড়া বেশ ভালো। আমরা অনেক ভালো বন্ধুও।’
‘সুড়ঙ্গ’ অভিনেত্রী তমা মির্জার গেল জন্মদিনে তাদের প্রেমের বিষয়টি বেশি পাকাপোক্ত হয়। কারণ এদিন তমাকে শুভেচ্ছা জানিয়ে রাফি লিখেছিলেন, ‘তোমার সাথে আরও একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। চলো, এই মুহূর্ত উদযাপন করি। শুভ জন্মদিন তমা।’ রাফির ওই পোস্ট নজর এড়ায়নি অভিনেত্রী তমারও। পাল্টা জবাবে তিনি লিখেছেন, ‘আমিও তোমাকে পেয়ে ভীষণ ভাগ্যবান রাফির।’