Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪: শুক্রবারের সভাতে থাকছে ২৪ দফা

বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও দাবীগুলোক একসাথে করার প্রয়াসে তৈরি হয় এই প্ল্যাটফর্ম। অনেকগুলো ছোট ছোট বৈঠক এবং ভার্চুয়াল আলোচনার মাধ্যমে এর পথচলা শুরু করে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪’। এটি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে গঠিত চলচ্চিত্র সম্পর্কিত একটি সামষ্টিক প্ল্যাটফর্ম।

ইতিমধ্যে বিএফডিসি এবং গ্রাউন্ড জিরোতে আয়োজিত দুইটি বেশ বড় ধরনের মুক্ত-আলোচনা ও অসংখ্য অনলাইন মিটিংয়ে ২০০ জনেরও অধিক চলচ্চিত্রকর্মী অংশগ্রহণ করেন। এই সকল আলোচনার মাধ্যমে চলচ্চিত্র শিল্প সংস্কারের ২৪টি দাবি উঠে আসে। সেই সাথে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল অংশিজনের পরামর্শ ও মতামতের ভিত্তিতে ২৪ দফাকে আরও যৌক্তিক এবং প্রাসঙ্গিক করার লক্ষ্যে গুগল ফর্মের মাধ্যমে ১০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও মতামত নেওয়া হয়।

অনলাইন এবং অফলাইনে প্রাপ্ত সকল মতামত ও পরামর্শের আলোকে বাংলাদেশের চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে একটি দিকনির্দেশনামূলক রোডম্যাপ-এর খসড়া তৈরি হয়। এই খসড়াকে পরবর্তীতে চলচ্চিত্র সংশ্লিষ্ট নির্মাতা, একাডেমিশিয়ান, রিসার্চার, ক্রিটিক সব মিলিয়ে ৪০ জনের অধিক ব্যক্তিবর্গের কাছে পিয়ার রিভিউ এর জন্য পাঠানো হয়। সমগ্র গবেষণাকে পাঠ ও পর্যালোচনা করে তারা তাদের মন্তব্য ও সংশোধন প্রস্তাবনা প্রেরণ করেন।

এই প্ল্যাটফর্মের কমিউনিকেশন উইং জানায়, প্রস্তাবিত গবেষণাপত্রটি চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং চলচ্চিত্র শিল্পের স্বপ্নের রূপরেখা। একারণেই শুক্রবার, ১৮ অক্টোবর “চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ-২০২৪ গবেষণালব্ধ মতামত পর্যালোচনা” উপস্থাপনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

বিকাল ৩ টা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আলোচনা সভাটি বলে জানিয়েছে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪‘ প্ল্যাটফর্মের কমিউনিকেশন উইং।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

লাল শাড়িতে তৃপ্তির চমক

‘অ্যানিমেল’ খ্যাত তৃপ্তি ডিমরি মানেই হট টপিক। প্রায় সময় খবরের শিরোনামে থাকেন তিনি। এবার লাল শাড়িতে লাস্যময়ী…
Exit mobile version