ভারতের চণ্ডীগড়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সিনেভেসটার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে থাকছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘টু হেল উইথ লাভ’।
জানা গেছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি শুরু হবে ২৭ মার্চ থেকে। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। চলচ্চিত্র উৎসবে সিনেমা প্রদর্শনী তো থাকবেই, তবে আয়োজনটির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে মার্কেট বিভাগ। এই বিভাগে নির্বাচিত হয়েছে ২০টি প্রজেক্ট। এরই মাঝে একটি প্রজেক্ট হলো বাংলাদেশের নির্মাতা ফারুকীর।
ভ্যারাইটির তথ্যানুযায়ী, ‘টু হেল উইথ লাভ’ সিনেমাটি ফারুকী নির্মাণ করবেন হিন্দি ও ইংরেজি ভাষায়। এই ছবিতে তুলে আনা হবে এমন এক প্রেমের কাহিনী, যা সমাজে সাধারণত গ্রহণযোগ্য নয়। সিনেমাটির গল্পে থাকবে তিনটি চরিত্র- সাহির, দিশা ও থিও। সাহির ভালোবাসে দিশাকে, আর দিশা ভালোবাসে থিওকে। সাহিরের ভালোবাসা এবং দিশার জটিল ইমোশন বাধ্য করবে সম্পর্কের পুরোনো ধারণা থেকে বেরিয়ে আসতে।
সিনেভেসটার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আরও জানা গেছে, এ আয়োজনের উপদেষ্টা বোর্ডে জায়গা পেয়েছেন বাংলাদেশের নির্মাতা নুহাশ হুমায়ূনও।
এছাড়াও ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাটি দেখানো হবে ফেস্টিভ্যালে।