প্রেক্ষাগৃহে আসার আগে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘পদাতিক’ প্রদর্শিত হতে চলেছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে।
উপমহাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেনের জীবনীমূলক চলচ্চিত্র ‘পদাতিক’। পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এপার বাংলার অভিনেতা চঞ্চল। আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে এ সিনেমার যাত্রা শুরু হওয়ার খবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করেছেন পরিচালক ও অভিনেতা দুজনেই।
ভেন্যু- লন্ডনের ‘রিজেন্ট স্ট্রিট সিনেমা’। এখানে ৪ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে ‘পদাতিক’।
এর আগে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে মৃনালের লুকে চঞ্চলের একটি ছবি শেয়ার করে জানানো হয় প্রদর্শনীর সুখবরটি। সেই পোস্টই নিজের প্রোফাইল থেকে শেয়ার করেন সৃজিত। এদিকে চঞ্চলও তার প্রোফাইল থেকে সেই পোস্ট শেয়ার করেন। পরবর্তীতে তিনি আরেকটি পোস্টের মাধ্যমে ব্যাপারটি নিয়ে জানান, “এরকম একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে ‘পদাতিক’ এর প্রথম প্রদর্শনী আমাদের জন্য গর্বের।”
পাশাপাশি অভিনেতা ধন্যবাদ জ্ঞাপন করেন সৃজিত ও প্রযোজক ফিরদৌসুল হাসানের প্রতি। নিজের ফেসবুকের প্রোফাইল ছবিটিও তিনি আপাতত পরিবর্তন করে দিয়েছেন ফেস্টিভ্যালের শেয়ার বার্তা জানানোর ছবি দিয়েই।
ভারতীয় বাংলা চলচ্চিত্রের বিখ্যাত চলচ্চিত্রকার মৃনালের রূপে চঞ্চলের অভিনয় দেখার অপেক্ষায় আছে দুই বাংলার দর্শকরাই। এর মাঝে লন্ডনের খ্যাতি সম্পন্ন উৎসবের মাধ্যমে ছবিটির যাত্রা শুরু হওয়ার খবর আনন্দ দেওয়ার পাশাপাশি কৌতূহলের মাত্রাও বাড়িয়ে দিলো ভক্ত ও অনুরাগীদের।