নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’। সম্প্রতি সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ করেছেন নির্মাতা। এই সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম।
‘চক্কর ৩০২’ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান নির্মাতা জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘চক্কর ৩০২’।
সিনেমার গল্প নিয়ে নির্মাতা জীবন বলেন, “গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না’।
সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় রিকিতা মোশাররফ করিমের বউ হিসেবে অভিনয় করেন।
শৈশবে টোকাই নাট্যদলে অভিনয় করেন রিকিতা নন্দিনী শিমু। এরপরে বড় পর্দায় আসেন। প্রয়াত অভিনেতা মাসুম আজিজের ‘তালা’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে পা রাখেন রিকিতা নন্দিনী। এরপর তারেক মাসুদের ‘রান ওয়ে’ সিনেমায় মূল চরিত্র রুহুলের গার্লফ্রেন্ড শিউলি চরিত্রে অভিনয় করেন। মোহাম্মদ হান্নানের ‘শিখন্ডি কথা’ সিনেমার পর নাম লেখান ‘আন্ডার কন্সট্রাকশন’ সিনেমায়। বর্তমানে এ সিনেমার নাম রাখা হয়েছে ‘শিমু’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
‘শিমু’ সিনেমা নির্মাণ করেছেন রুবাইয়াত হোসেন। সিনেমাটি মুক্তির পর বিশ্বের মর্যাদাপূর্ণ বেশ কিছু উৎসবে পুরস্কার লাভ করে। এই সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন রিকিতা নন্দিনী।
এরপর অভিনয় করেন ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমায়। এরপর বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায়। সিনেমাটির নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি এবং এতে শহীদুজ্জামান সেলিম ও জয়া আহসানও অভিনয় করেন।
‘ফেরশতে’ সিনেমার অংশ হিসেবে ইরান ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শিমু বলেন, ‘ইরানে যাওয়ার পর দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। সেখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। আমার কাছে মনে হয়েছে কোনো নিকট-আত্মীয়ের বাড়িতে গিয়েছি। বিশেষ করে তেহরান থেকে ইসফাহান যাওয়ার জার্নিটা এখনো চোখে ভাসে। কখনো একটু মন খারাপ হলে আমি এই জার্নিটার কথা মনে করি, সঙ্গে সঙ্গে বিষাদ কেটে যায়, রিফ্রেশ লাগে।‘’
এছাড়াও এ বছরের ফেব্রুয়ারীতে ভারতে মুক্তি পেয়েছে শিমু অভিনীত সিনেমা ‘মায়া নগর’। আসন্ন ঈদে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘চক্কর ৩০২’।
সম্প্রতি নিউইয়র্ক ভিত্তিক নির্মাতা ও প্রোডাকশনের সাথে একটা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। যা খুব শীঘ্রই পাবে বলে জানিয়েছেন শিমু।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘চক্কর ৩০২’ সিনেমাটিতে মোশাররফ করিম ও রিকিতা নন্দিনী শিমু ছাড়া আরও অভিনয় করেছেন তারিন জাহান, সুমন আনোয়ার, শাশ্বত দত্তসহ অনেকেই।