ঈদে মুক্তি পাবে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর ৩০২’। একই সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক করেছেন তরুণ অভিনেত্রী ও মডেল শরিফ ফারজানা বুশরা।
সিনেমায় শরিফ ফারজানা বুশরাকে লিমা নামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে। চরিত্রটি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘লিমা চরিত্রটি বেশ জটিল এবং আমার করা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চরিত্রগুলোর একটি। বাইরে থেকে সে একদম সাধারণ, কিন্তু জীবনের এক অদ্ভুত চক্কর তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করে, যেখান থেকে বের হওয়া সহজ নয়। চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ, লিমার আবেগগুলো শুধু অনুভব করাই নয়, তা পর্দায় জীবন্ত করে তোলাটাই ছিল আসল পরীক্ষা।’
বুশরা বলেন, জীবন ভাইয়ের দিকনির্দেশনা আর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এককথায় অসাধারণ। প্রথম দিনের শুটিংয়েই একটু নার্ভাস ছিলাম, কিন্তু মোশাররফ ভাই এত সহজভাবে আমাদের সঙ্গে মিশে গেলেন যে সেই নার্ভাসনেস কোথায় উড়ে গেল, টেরই পাইনি। তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেতাই নন, বরং একেবারে সহায়তাপূর্ণ কো-আর্টিস্টও। তার সঙ্গে কাজ করতে পারা, তার কাছ থেকে শিখতে পাওয়া, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
বুশরা বলেন, ‘ছবিটি শুধু আমার বড় পর্দায় অভিষেক নয়, এটি দিয়ে আমার প্রথম অভিনয় ক্যারিয়ার এর শুরু। তাই “চক্কর ৩০২” আমার কাছে বিশেষ কিছু।’
সিনেমায় নিয়মিত হওয়ার কোনো পরিকল্পনা আছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনয় করতে চাই, সেটা বড় পর্দা হোক বা ছোট পর্দা—গল্প আর চরিত্র যদি শক্তিশালী হয়, আমি সব সময়ই আগ্রহী। ভালো একটা যাত্রা তো শুরু হয়েছে, সামনে নিশ্চয়ই আরও সুন্দর গল্পের অংশ হতে চাই’।
বুশরা এর আগে ‘ফ্রেঞ্জি’ সিরিজে অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা ও কাহিনী লিখেছেন শরাফ আহমেদ জীবন। নাহিদ হাসনাতের সংলাপ এবং চিত্রনাট্য রচনা করেছেন সৈয়দ গাউসুল আলম শাওন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে।