ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও আবার পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উপকূলবর্তী অঞ্চলের মানুষের এমন কঠিন সময়ে মনোবল জোগাচ্ছেন বিনোদন জগতের তারকারা। তারকাদের এই তালিকায় আছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান ও শাবনূর।
২৮ মে শাকিব তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানির সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। বিপদজনক অবস্থায় কোমলমতি শিশুরা, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উপকূলবর্তী এলাকায় মানুষ।’
অভিনেতা যোগ করেন, ‘সংকটকালীন এই সময়ে নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিরাও যাতে ভালো থাকে, এ জন্য সবাইকে সহনশীল আচরণের আহবান জানাই। সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।’ সবশেষে তিনি জুড়ে দেন প্রার্থনা করার একটি ইমোটিকন।
এদিকে শাবনূর তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক থেকে ঘূর্ণিঝড়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
শাবনূর যোগ করেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা সহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।’
প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমার নতুন গান ‘লাগে উরা ধুরা’ মুক্তি পেলো ২৮ মে। গানটি মুক্তির পরপরই তা অন্তর্জালে ঝড় তুলেছে। এদিকে অনেক বছরের বিরতির পর আবারও বড় পর্দায় দেখা দেয়ার কথা রয়েছে শাবনূরের। ‘রঙ্গনা’ শীর্ষক চলচ্চিত্র সহ নতুন আরও দুই- একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।