ঘূর্ণিঝড় ‘মিগজাউম’এর প্রভাবে সৃষ্ট বন্যায় চেন্নাইয়ে আটকে পড়া হাজারো লোকের মাঝে ছিলেন বলিউড অভিনেতা আমির খান। প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন তিনি। নৌকায় করে আমির খানকে উদ্ধারের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট পাড়ায়।
তামিল তারকা বিষ্ণু বিশাল তার সোশ্যাল মিডিয়ায় আমির খান ও উদ্ধার কর্মীদের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, “উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। করপক্কমে উদ্ধারকাজ চলছে। আমি নিজেই তিনটি উদ্ধারকারী নৌকা দেখতে পেয়েছি। আর সাহায্য পেতে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি আমাদের। একে একে সব বন্যাকবলিত জায়গাতেই পৌঁছে যাচ্ছে সাহায্য। ধন্যবাদ তামিলনাড়ু সরকার।”
উল্লেখ্য, মা জিনাত হুসেইনের অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরে চেন্নাইতে ছিলেন অভিনেতা আমির খান।