‘বিগ বস ওটিটি ২’ বিজয়ী এলভিস যাদবকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। সাপের বিষ ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি পুলিশি জিজ্ঞাসাবাদে এই অভিযোগ স্বীকারও করেছেন তিনি!
দ্য ওয়ালের তথ্যানুযায়ী, প্রাথমিকভাবে এলভিস তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তাকে জেরা করা হয়, পুলিশের কাছে সাপের বিষের ব্যবহার করার কথা স্বীকার করেছেন তিনি। ইতিমধ্যে এলভিসকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ভারতের নয়ডার থানায় পশুদের জন্য কর্মরত একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এলভিসসহ ছয়জনের নামে প্রথম অভিযোগ পান পুলিশ কর্তৃপক্ষ। তাদের অভিযোগের সূত্র ধরে পুলিশি তদন্তে ২০২৩ সালের নভেম্বরে নয়ডার একটি ‘ব্যাঙ্কোয়েট হলে’ হানা দিলে এই ইউটিউবার সহ আরও পাঁচজনের সম্পৃক্ততা খুঁজে পান পুলিশ। এর পরপরই পুলিশ আরও একটি অভিযোগ দায়ের করে মাঠে নেমে যায়।
তারপর দীর্ঘ ৬ মাসের তদন্তের পর গ্রেপ্তার করা হয়েছে এলভিসকে। ১৭ মার্চ নয়ডার অতিরিক্ত পুলিশ সুপার মণীশ মিশ্র জানান, ১৭ মার্চ রাতেই গ্রেপ্তার করা হয়েছে এলভিসকে। সেক্টর ২০ থানার একটি দল তাকে গ্রেপ্তার করে। এলভিস ও তার চক্র থেকে পাঁচটি কেউটেসহ মোট ৯টি সাপ ও ২০ মিলিলিটার বিষ উদ্ধার করা হয়েছে।