সংগীতনির্ভর থ্রিলার ‘এমিলিয়া পেরেস’ এ বছর মনোনয়ন চালকের আসনে। সর্বাধিক ১০টি শাখায় মনোনীত হয়েছে ফ্রান্সের জ্যাক অডিয়ার পরিচালিত সিনেমাটি।
দ্বিতীয় সর্বোচ্চ সাতটি মনোনয়ন পেয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে রৌপ্য সিংহ পুরস্কার জয়ী যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। ছয়টি বিভাগে মনোনীত হয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’।
সোমবার সন্ধ্যায় গোল্ডেন গ্লোবসের ২৭টি বিভাগে মনোনীতদের নাম প্রকাশ করা হয়। একটু দেখে নেয়া যাক গোল্ডেন গ্লোবে মনোনীত সেরা সিনেমা, সেরা অভিনেতা, অভিনেত্রী, ও পরিচালকদের অ আ ক খ।
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স)
কনক্লেভ (ফোকাস ফিচার্স)
ডুন: পার্ট টু (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
নিকেল বয়েজ (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
সেপ্টেম্বর ফাইভ (প্যারামাউন্ট পিকচার্স)।
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
টিমোটি শালামে (অ্যা কমপ্লিট আননোন)
ড্যানিয়েল ক্রেগ (কুইয়ার)
কোলম্যান ডমিঙ্গো (সিং সিং)
র্যালফ ফাইনস (কনক্লেভ)
সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)।
সেরা অভিনেত্রী (ড্রামা)
প্যামেলা অ্যান্ডারসন (দ্য লাস্ট শোগার্ল)
অ্যাঞ্জেলিনা জোলি (মারিয়া)
নিকোল কিডম্যান (বেবিগার্ল)
টিল্ডা সুইনটন (দ্য রুম নেক্সট ডোর)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
কেট উইন্সলেট (লি)।
সেরা পরিচালক
জ্যাক অডিয়ার (এমিলিয়া পেরেস)
শন বেকার (আনোরা)
এডওয়ার্ড বার্গার (কনক্লেভ)
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)
কোরালি ফারজাঁ (দি সাবস্ট্যান্স)
পায়েল কাপাডিয়া (অল উই ইমাজিন অ্যাজ লাইট)।
২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো অনুষ্ঠানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।