Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

গোবিন্দ-সুনীতার সংসারে ভাঙনের সুর

গোবিন্দ-সুনীতা আহুজা | ছবি: টাইমস অব ইন্ডিয়া

বলিউডের কমেডি ও ড্যান্সিং স্টার খ্যাত অভিনেতা গোবিন্দের ৩৭ বছরের দাম্পত্য জীবনে বেজেছে ভাঙনের সুর। জোর গুঞ্জন শোনা যাচ্ছে এক ছাদের নিচেও থাকছেন না তারা।

সম্প্রতি গোবিন্দ পত্নীর একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে গোবিন্দকে উদ্দেশ্য করে সুনীতা আহুজাকে বলতে শোনা যায়, ‘আগামী জীবনে সে যেন আমার স্বামী না হয়।’

সেই সাক্ষাৎকারে সুনীতা আরও বলেন, ‘আমাদের দুটি বাড়ি আছে, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে। আমি এবং আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি, গোবিন্দ বাংলোয় থাকেন। সে যখন তার কাজের জন্য দেরি করে, তখন আমাদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয়।’

তিনি আরও বলেন, ‘গোবিন্দ সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তার রোম্যান্সের জন্য কোন সময় নেই। আমি তাকে বলেছি, ‘আগামী জীবনে যেন আমার স্বামী না হয়।’ সে কখনো ছুটিতে যায় না, আমি এমন একজন যে আমার স্বামীর সাথে রাস্তায় পানি-পুরি খেতে চাই, কিন্তু সে কখনোই তা করতে চায় না।’

গোবিন্দ-সুনীতা দম্পতি | ছবি: টাইমস অব ইন্ডিয়া

সুনীতার ভাষায়, ‘আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন জানি না সে কীভাবে বদলে গেছে। তার বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, আর এখন সে বেশি কিছু করে না। আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি, কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মত কাজের মধ্যে ডুবে থাকে না। আগে মনে হতো, আমি নিরাপদ, কিন্তু এখন আমি জানি না। হয়তো তার বয়সের কারণে সে ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি না।’

এই সাক্ষাৎকারে বিচ্ছেদের কথা সরাসরি না বললেও, নেটিজেনদের একাংশ মনে গোবিন্দ-সুনীতা জুটির বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেতাদের একজন ছিলেন গোবিন্দ। বলিউডকে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। মাত্র ১৮ বছর বয়সে বলিউড ডান্স স্টার খ্যাত গোবিন্দের সাথে সাত পাকে বাঁধা পড়েন সুনীতা। স্ত্রী-সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল অভিনেতার। তবে সংসার জীবনের দীর্ঘ ৩৭ বছরের পথচলায় হঠাৎ ছন্দপতনের সুর, চিন্তিত করেছে অভিনেতার ভক্ত-অনুরাগীদের।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ   দেশের সিনেমা জগতের একসময়ের তুমুল জনপ্রিয় ভিলেন ছিলেন…

‘খাইষ্টা জাহাঙ্গীর ভালোবাসা চেয়েছে, কিন্তু পায়নি’- জাহিদ হাসান

বাংলা সিনেমায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্নধর্মী কাজ হয়েছে। এর ভেতর দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে…

যুদ্ধের সময় ৬ দিন কোমায় ছিলেন আবুল হায়াত

চিকিৎসকের মুখে প্রথমবার যখন শুনেছিলেন ‘ক্যানসার হয়েছে’ তখন থেকে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথটা ছিল সম্পূর্ণ…
Exit mobile version