ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তার অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে বেশ কিছুদিন আগে এক অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। অপ্রস্তত থাকা অবস্থায় তার একটি ভিডিও ধারণ করেন এক সাংবাদিক এবং নিজের পেজ থেকে তা আপলোডও করেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় সমালোচনার। সাদিয়া দাবি করেন, ওই ভিডিওটি তার অনুমতি ছাড়া গোপনে ধারণ করা হয়েছিল এবং তা এক সাংবাদিক ছড়িয়ে দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া ওই ঘটনার বিষয়ে আবারও মুখ খুলেছেন। তার মতে, যেটা তার সঙ্গে ঘটেছে, তা ছিল একেবারে অন্যায়। তিনি বলেন, “দর্শকের কাছ থেকে হয়তো আমি ভালোবাসা পেয়েছি, কিন্তু সেই সময়ে মিডিয়া সহকর্মীদের কাছ থেকে তেমন সমর্থন পাইনি, যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে।”
সাদিয়া আরও জানান, “যদি আমার সঙ্গে অন্যায় হয়, তাহলে কেন আমি চুপ থাকতে যাব? এমন পরিস্থিতি তো আমি আগে কখনো মুখোমুখি হইনি। অনেক জায়গায় গিয়েছি, এমনকি যেখানে শো-এও গিয়েছি, সেখানে কখনো এমন কিছুই ঘটেনি, তাই এই ঘটনা আমার জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত।”
অভিনেত্রী বলেন, “ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমি নিজেকে পজিটিভলি মোটিভেট করি যে, তারকাদের সঙ্গে এমনটা ঘটতে পারে, কিছুদিন পর সবাই ভুলে যাবে। কিন্তু চারদিন পর সেই সাংবাদিক আমার একটি ছবি স্টোরিতে পোস্ট করেন, ঠিক ওইদিনই, যেদিন আমি এই ঘটনার কথা থেকে সরে আসি। তখন মনে হলো, সোশ্যাল মিডিয়ায় আমি যেভাবে বুলিংয়ের শিকার হচ্ছি, হয়তো উনি সেটা বুঝছেন না। এরপর আমি মনে করলাম, এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত।”
সাদিয়া আয়মান ২০১৮ সালে ইমরুল রাফাতের নির্দেশনায় নাটক টু বি ওয়াইফ দিয়ে পর্দায় অভিষেক করেন। এরপর তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ফুলের নামে নাম, গিয়াসউদ্দিন সেলিমের কাজলরেখা সিনেমা এবং শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম মায়া শালিক সহ নানা জনপ্রিয় প্রকল্পে কাজ করেছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক জনপ্রিয় মুখ।