দীর্ঘ ১৩ বছরের প্রেমের অবসান ঘটিয়ে চুপিসারে কি সাতপাকে বাঁধা পড়েছেন তারকা জুটি অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এমন একটি ভিডিও। তবে সত্যিটা কি?
কিছুদিন আগেই নতুন পথচলা শুরুর খবর দিয়ে ৬ জানুয়ারি বিয়ের সাজে দেখা দিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের শেয়ার করা একটি ভিডিওতে, গায়ে লাল বেনারসি জড়িয়ে গা ভর্তি সাবেকি ডিজাইনের স্বর্ণালংকার ও মাথায় শোলার মুকুট, কপালে কলকা দিয়ে বউ সেজেছেন ঐন্দ্রিলা। মুখের সামনে থাকা পান পাতা সরিয়ে অঙ্কুশকে দেখছেন তিনি। আর মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের।
যদিও ভারতীয় গণমাধ্যম গুলোর খবর, মোটেও বিয়ে করেননি এই তারকা জুটি। ভাইরাল ভিডিওটি একটি ফটোশুটের অংশ মাত্র। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের প্রতিষ্ঠানের ব্রাইডাল কালেকশনে টালি পড়ার আলোচিত জুটি নজর কেড়েছে, যা মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ থেকে প্রেমের সম্পর্কে জড়ানোয় বেশ আলোচিত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রায় ১৩ বছর ধরে একসঙ্গে রয়েছেন। সবশেষ তাদের ‘মির্জা’ সিনেমায় একসঙ্গে দেখেছেন দর্শকরা।