হলিউডের ‘স্পাইডারম্যান’ খ্যাত জুটি টম হল্যান্ড ও জেনডায়ার সম্পর্কের কথা মিডিয়াপাড়ায় সকলের জানা। এবার নতুন করে চর্চায় তারা, কারণ জেনডায়ার আঙুলের আংটি।
৬ জানুয়ারি ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের লাল গালিচায় নজর কাড়েন অভিনেত্রী জেনডায়া। মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে গ্লোডেন গ্লোবে হাজির হয়েছিলেন তিনি। তবে অ্যাওয়ার্ড না জিতলেও তার আঙুলে থাকা ৪৮ ক্যারেটের হীরার আংটি অভিনেত্রীকে নিয়ে এসেছে খবরের শিরোনামে।
পিপলডটকমের তথ্যমতে, জেনডায়ার হাতের আংটির মূল্য ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা।
নেটিজেনদের দাবী গোপনেই বাগদান সেরেছেন টম-জেনডায়া জুটি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এই তারকা জুটি।
উল্লেখ্য, চলতি বছর ফের একবার একসাথে পর্দায় ফিরছে জেনডায়া ও টম হল্যান্ড। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় প্রিয় জুটিকে আবারও দেখতে উৎসুক ভক্ত-অনুরাগীরা।