১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। আর এই সিনেমা দিয়েই নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের কথা জানালেন রাম চরণ।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা আসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের। এরপর নানান কারণে পিছিয়েছে সিনেমা মুক্তি। অবশেষে দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে এলো সিনেমাটি। বলিউড মুভি রিভিউজের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘গেম চেঞ্জার’ আয় করেছে ৮৫ কোটি রুপি! যার ভেতর শুধু্মাত্র ভারত জুড়েই ছবিটি আয় করেছে ৬৫ কোটি রুপি। সিনেমাটির প্রথমদিনে ভারতজুড়ে তেলুগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে!
মুক্তির ঠিক আগে, সিনেমা শেষ মুহুর্তের প্রচারে রাম চরণ জানিয়েছিলেন, ‘এস শঙ্করের মতো পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতাম আমি। আপনারা জানেন নিশ্চয়, শঙ্কর স্যার দক্ষিণে ‘থ্রি ইডিয়টস’ ছবির রিমেক বানিয়েছিলেন। যার নাম ‘নানবন’। এই ছবির তেলেগু সংস্করণের মুক্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। আমি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম, পাশেই বসেছিলেন শঙ্কর স্যার। আমি তখন মনে মনে ভাবছিলাম, তার ছবিতে কাজ করার কথা বলব কি না। সত্যি বলতে, নির্মাতা শঙ্করকে বলার মতো সাহসও আমার ছিল না।’
দক্ষিণী সুপারস্টার আরও বলেন, ‘আরআরআর’ সিনেমার শুটিং চলাকালে প্রযোজক দিল রাজু আমাকে ফোন করে জানান, শঙ্কর স্যার আমার সঙ্গে দেখা করতে চান। আমার তো বিশ্বাস হচ্ছিল না। স্যার (এস শঙ্কর) আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন। এটা আমার জন্য এক স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি।’
৪৫০ কোটি রুপির বাজেটে নির্মিত রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটিতে রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের। রাম চরণ, কিয়ারা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্তসহ অনেকে।