জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে ৬ দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। শারীরিক অবস্থার অপরিবর্তিত থাকায় অভিনেত্রীকে বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শিফট করা হয়েছে বলে জানিয়েছেন নায়িকার ছেলে নিশাত মণি।
গণমাধ্যমকে চিত্রনায়িকার ছেলে জানিয়েছেন, ‘১৫ দিন আগে জ্বর শুরু হয় আম্মুর। একপর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করাই। কিন্তু বর্তমানে আম্মুর অবস্থা আরও বেশি সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
নিশাত মণি আরও যোগ করেন, ‘কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা নিলেও এখনও সুস্থ হননি। আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’
উল্লেখ্য, ঢালিউডে আসার আগে একজন নামি নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনা রহমান। বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় কাজের শুরু চিত্রনায়িকা অঞ্জনার। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’।