Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

গানেও এআই, যা বললেন এ আর রহমান

এ আর রহমান । ছবি: ফেসবুক

আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রভাব এখন সব জায়গায়। এই প্রভাব পড়েছে মিউজিক ইন্ডাস্ট্রিতেও। শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে গান তৈরি করা প্রসঙ্গে কথা বলেছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এআই-এর প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল এ আর রহমানকে। উত্তরে শিল্পী বলেন, ‘গানে মাস্টারিংয়ের জন্য এআই ব্যবহার হচ্ছে। কিন্তু একটা সুর তৈরি করা খুব সহজ কাজ নয়। সেটা বানাতে গেলে একজন মানুষের সৃষ্টিশীলতা ও দার্শনিক ভাবনার প্রয়োজন।’

তিনি যোগ করেন, ‘ভবিষ্যতেও গিটার হাতে মঞ্চে উঠে শিল্পীরা গান গাইবেন। ডিজিটালাইজেশনের যুগে আমরা প্রযুক্তি ব্যবহার করলেও, আমাদের ভুলত্রুটিগুলো ভালোভাবে বোঝার জন্য আরও বেশি করে তার (এআই) মূল্য দেওয়া প্রয়োজন।’

এ আর রহমান আরও বলেন, ‘এআই একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এটা স্টার্টিং টুল হিসেবে ভালো। অনেক মানুষ বিভিন্ন বিষয়ে এর সাহায্য নেয়। আমিও পোস্টার তৈরির জন্য এআই ব্যবহার করি। এমন ভাবার কোনও কারণ নেই যে, এআই যা করবে সবটাই সুন্দর। অনেক সময় খুব বাজেও হয়। তখন ফটোশপ এআই-এর কম্বিনেশন আমি ব্যবহার করি।’

সংগীত শিল্পে প্রযুক্তির ব্যবহার ও সৃজনশীলতা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা-সমালোচনা হবে বলে ধারণা করা যাচ্ছে এ আর রহমানের বক্তব্য থেকে। সংগীত শিল্পের ভবিষ্যৎ নির্ধারণেও হতে পারে প্রযুক্তি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথাগত ‘সুন্দরীদের’ মানদণ্ড ভাঙলেন কারিনা কায়সার 

কারিনা কায়সার। ইউটিউব তারকা বা ভ্লগার হিসেবে তিনি তার ফলোয়ারদের কাছে এমনিতেই পরিচিত। এবার একটি সিনেমার মূল…

তৌহিদ আফ্রিদির শালিকা নিয়েছে বউয়ের অবস্থান, রহস্য কি?

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রথম সারির গণমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও টিকটকার রাইসার…
Exit mobile version