বর্তমানে বড় পর্দায় দেখা না দিলেও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। সম্প্রতি ‘তুফান’ টিমকে তাদের সফলতার জন্য ফেসবুকে অভিনন্দন জানিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এরই মাঝে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অপু। প্রসঙ্গ- গাড়ি কেনা!
নেটদুনিয়ায় গুঞ্জন উঠেছে নতুন একটি গাড়ি কিনেছেন অপু। তবে অনেকে আবার প্রশ্ন করছেন অপুই কিনলেন গাড়ি? নাকি শাকিব তাকে উপহার দিয়েছেন গাড়িটি?
মূলত হাভাল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়। যে পোস্টে দেখা যাচ্ছে হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের ৪২-৪৫ লাখ টাকার গাড়ির সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় ফ্রেমবন্দী হয়েছেন অপু বিশ্বাস। সেখান থেকেই শুরু আলোচনা- সমালোচনা।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘অপু বিশ্বাসকে আমাদের হাভাল পরিবারে স্বাগতম জানাই! যাত্রা শুরু হোক এবং প্রতিটি ড্রাইভের সাথে স্মরণীয় হয়ে থাকুক।’
যদিও ছবিটি প্রসঙ্গে অপু কিংবা প্রতিষ্ঠানটির কারও কাছ থেকে এখনও কোনও অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি।