Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

গাজাবাসীর পাশে দাঁড়ালেন পপ কিংবদন্তি ম্যাডোনা

এবার গাজায় চলমান গণহত্যা থামাতে আওয়াজ তুললেন বিশ্বসংগীতের কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে পোপ চতুর্দশ লিওকে অনুরোধ করেছেন, তিনি যেন খুব দ্রুতই গাজা সফর করেন। পোস্টে ম্যাডোনা লিখেছেন, ‘বেশি দেরি হওয়ার আগেই আপনি দয়া করে গাজায় যান; শিশুদের কাছে আপনার আলো পৌঁছে দিন। একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। শিশুদের প্রতি বিশ্বের সবারই দায়িত্ব আছে।”

তিনি আরও যোগ করেছেন, “আমাদের মধ্যে আপনিই একমাত্র মানুষ, যাঁকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। আমাদের মনের দরজা খুলতে হবে, যেন শিশুদের জীবন বাঁচানো যায়।’ পোস্টের শেষে আরও লিখেছেন, ‘আর সময় নেই। দয়া করে বলুন, আপনি যাবেন। ভালোবাসা, ম্যাডোনা।”

পোস্টটি প্রকাশের পর থেকেই বিশ্বমঞ্চে আবারো আলোচনায় গাজায় ইজরাইলী গণহত্যা।এই আহ্বান এসেছে এমন এক সময়ে, যখন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এক যৌথ বিবৃতিতে গাজা ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি ম্যাডোনার প্রথম উদ্যোগ নয়। ২০২৩ সালে লন্ডনে কনসার্টের মঞ্চে তিনি শিশু, তরুণ ও বৃদ্ধদের ভোগান্তির কথা তুলে ধরে বলেছিলেন—“শিশুদের কষ্ট, তরুণদের কষ্ট, বয়স্কদের কষ্ট; সবকিছু হৃদয়বিদারক। তবে আমাদের হৃদয় ভাঙলেও মনোবল ভাঙতে পারবে না।’ শক্তি ও ভালোবাসা জাগ্রত করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। এ ছাড়া কিছুদিন আগে ছেলের জন্মদিনে তিনি লিখেছিলেন, ‘গাজায় যদি নির্দোষ শিশুদের বাঁচানো যেত, তবে সেটাই হতো মা হিসেবে সন্তানকে দেওয়া আমার সবচেয়ে বড় উপহার।

শুধু কথায় নয়, তার ভক্তদের তিনি আহবান জানান হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে অনুদান সংস্থাগুলোয় অনুদান প্রদানেরও

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুই মাসের মিউজিক্যাল ট্যুরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আতিয়া আনিশা

দুই মাসব্যাপী মিউজিক্যাল কনসার্ট ট্যুরে যাচ্ছেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিত হতে…

বেজবাবা সুমনের সিনেমায় সিয়াম-নাজিফা তুষি জুটি  

‘হাওয়া’খ্যাত নায়িকা নাজিফা তুষি বহুদিন ধরেই পর্দার আড়ালে। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমায় বাজিমাত…
0
Share