২০০ কোটি বাজেটের ‘গণপথ’ লাভের মুখ দেখা তো দূর, শুরুতেই ব্যর্থ। টাইগার তার শারীরিক গঠন ও ফিটনেসে বলিউড পাড়ায় হিরোদের দশ গোল দিতে পারলেও সিনেমার বাজারে কিন্তু দীর্ঘদিন ধরে কেবল ফ্লপের মুখ! গত বছর ‘হিরোপন্তি ২’ ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। চলতি বছরের ‘গণপথ’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
বক্স অফিসে একেবারে ভরাডুবি।
২০ অক্টোবর শুক্রবার ধীর গতিতেই ওপেনিং পেয়েছিল ‘গণপথ’। মুক্তির প্রথম দিনের আয় মাত্র আড়াই কোটি টাকা। যা এ পর্যন্ত টাইগারের ফিল্মি ক্যারিয়ারের সবচেয়ে কম ওপেনিং কালেকশন। সিনেমাটি মুক্তির পর থেকেই প্রতিদিনের গড় আয় থাকছে ১ থেকে আড়াই কোটি টাকার মধ্যে। সব মিলে ভারতে মোট ১০.৯০ কোটি টাকা আয় করতে পেরেছে টাইগার শ্রফের এ ছবি।
অথচ টাইগারের বিপরীতে ছবিতে কৃতিসহ চমক হিসেবে আছে অমিতাভ বচ্চন। কৃতি শ্যাননের সঙ্গে জুটি বেধে ২০১৪ সালে ‘হিরোপন্তি’ দিয়েই বলিউডে পা রেখেছিলেন টাইগার শ্রফ।
৯ বছর পর সেই জুটি পর্দায় ফিরলেও বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারলো না। ২০৭০ সালে ধনী-দরিদ্রের লড়াই নিয়েই সাজানো ‘গণপথ’-এর গল্প ।