৫ আগস্ট গণপিটুনিতে নি’হত হয়েছেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত ‘বালুখেকো’ খ্যাত চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খান। এই ঘটনায় স্তব্ধ টালিগঞ্জের অভিনয়শিল্পীরা।
টলিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব। সেলিম এর আগে কলকাতার দেবকে নিয়ে নির্মাণ করছিলেন ‘কমান্ডো’ নামের চলচ্চিত্র। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, ‘আমার তো বিশ্বাসই হচ্ছে না। খুবই খারাপ খবর। তবে শুধু এই ঘটনা নয়। বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাইব ওপার বাংলায় শান্তি ফিরে আসুক। সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়।’
সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খানের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যান টালিউড নায়িকা কৌশানি মুখার্জিও। ভারতীয় গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে। আমার সঙ্গে ছাড়াও টালিউডের অনেকেরই শাপলা মিডিয়ার সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। শান্তর চাঁদপুর এলাকায় যাওয়ার পর ঢাকা ঘোরানো থেকে সিম কার্ড সংগ্রহ, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। মানুষকে ভালোবাসতেন। আমি যেহেতু অভিজ্ঞতায় বড়, আমার থেকে নানা উপদেশ নিত। আমি ভাবতেই পারছি না এমন।’
শান্তর সঙ্গে কৌশানির পরের ছবি ‘পিয়া রে’- র সমস্ত কাজ শেষ হয়েছিল। অপেক্ষা ছিল শুধু মুক্তির। এই প্রসঙ্গে কৌশানী বলেন, ‘এখন তো আর ছবিটাও মুক্তি পাবে না।’