আলোর মুখ দেখলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আরও একটি প্রজেক্ট। এবার ‘খোকা’ হয়ে বঙ্গবন্ধু আসছে অ্যানিমেশন সিরিজে।
জাতির পিতার শৈশব ও কৈশোরের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘খোকা’ সিরিজ। ১০ পর্বের অ্যানিমেশন সিরিজটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে ২৯ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে। প্রিমিয়ারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইসিটি বিভাগের উদ্যোগেই মূলত নির্মাণ করা হয়েছে ‘খোকা’। বঙ্গবন্ধুর জীবন নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য সিনেমার পর এই অ্যানিমেশন সিরিজের লক্ষ্য হলো ডিজিটাল পদ্ধতিতে নতুন প্রজন্মের কাছে তার বহুমাত্রিক সংগ্রামী জীবনকে তুলে ধরা। এছাড়াও প্রতিমন্ত্রী পলকের ভাষ্যমতে, অ্যানিমেটেড সিরিজটি নতুন প্রজন্মকে আরও মানবিক হতেও বিশেষ অবদান রাখবে।
‘খোকা’ সিরিজের অ্যানিমেশন তৈরি করেছে মার্স সল্যুশন, টিম এসোসিয়েট, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সার স্টুডিও। খুব শীঘ্রই এটি দেখা যাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের স্ক্রিনে।