Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

খেলোয়াড়দের প্রেমে হলিউড তারকারা  

খেলোয়াড়দের প্রেমে হলিউড তারকারা

গ্ল্যামার আর খেলাধুলার জগত যখন একসাথে মেলে, তখন জন্ম নেয় নতুন এক রূপকথা। রেড কার্পেট থেকে মাঠের গ্যালারি যেখানেই হোক না কেন, ভালোবাসার গল্পে আলো ছড়িয়েছেন বহু হলিউড তারকা ও ক্রীড়া আইকন। চলুন জেনে নেয়া যাক খেলোয়াড়দের প্রেমে হলিউড তারকারা কারা।

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে

পপ সেনসেশন টেলর সুইফট যখন সারা বিশ্ব মাতাচ্ছেন কনসার্টে, তখন টেলরের প্রেমে ভেসে বেড়াচ্ছিলেন এনএফএল তারকা ট্র্যাভিস কেলেসে । ফ্রেন্ডশিপ ব্রেসলেটে নিজের নম্বর খোদাই করা থেকে শুরু করে, বিরল এক হীরার আংটি উপহার দেওয়া, তাদের প্রেমকাহিনি দ্রুতই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মঞ্চের উচ্ছ্বাস আর ব্যক্তিগত জীবনের উষ্ণতা, দুই দিকেই তারা পরিপূর্ণ সঙ্গী।  

হেইলি স্টেইনফেল্ড ও জোশ অ্যালেন

২০২৩ সালে ডেটিংয়ের গুঞ্জন অবশেষে গোপনে বিবাহ। হেইলি স্টেইনফেল্ড ও এনএফএল তারকা জোশ অ্যালেনের সম্পর্ক যেন সিনেমার গল্পকেও হার মানায়। হেইলি বড় পর্দায় যেমন জাদু দেখান, বাস্তব জীবনেও জোশের সঙ্গে তার রসায়ন ভক্তদের আকৃষ্ট করেছে।

নিনা ডোব্রেভ ও শন হোয়াইট

‘ভ্যাম্পায়ার ডায়েরিস’ খ্যাত নিনা ডোব্রেভ ও অলিম্পিক চ্যাম্পিয়ন শন হোয়াইটের প্রেমও রূপকথার মতো। ২০২০ সালে সম্পর্ক শুরু হওয়ার পর থেকে তারা ভক্তদের সঙ্গে ভাগ করেছেন অসংখ্য মজার ছবি ও ভিডিও। অবশেষে গত বছর শন হাঁটু গেড়ে প্রস্তাব দেন নিনাকে। বর্তমানে তারা বাগদান সেরে নতুন অধ্যায়ে পা দিয়েছেন।

ভিক্টোরিয়া ও ডেভিড বেকহ্যাম

দুই দশকেরও বেশি সময় ধরে একসাথে থাকা ভিক্টোরিয়া ও ডেভিড বেকহ্যাম এখনও বিশ্বে অন্যতম পাওয়ার কাপল। ফুটবল মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, প্রতিটি ক্ষেত্রে তারা একে অপরের পাশে ছিলেন। পারিবারিক বিতর্কের মাঝেও এই দম্পতি প্রমাণ করেছেন, সত্যিকারের সম্পর্ক যে কোন পরিস্থিতিতে টিকে থাকে।

জেসিকা সিম্পসন ও এরিক জনসন

গায়িকা জেসিকা সিম্পসন ও প্রাক্তন এনএফএল খেলোয়াড় এরিক জনসনের সম্পর্ক শুরু হয় ২০১০ সালে, আর চার বছর পর তারা বিয়ে করেন। তিন সন্তানের জন্মের পরেও দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ আসে। ২০২৫ সালের শুরুতে বিচ্ছেদের খবর নিশ্চিত হলেও, সাম্প্রতিক সময়ে তাদের একসাথে দেখা যাওয়ায় ফের এক হওয়ার জল্পনা ছড়িয়েছে।

গিজেল বুন্ডচেন ও টম ব্র্যাডি

বিবাহবিচ্ছেদ সত্ত্বেও গিজেল বুন্ডচেন ও টম ব্র্যাডি এখনও রয়েছেন একসাথে। পরিচিতি পান আইকনিক জুটি হিসেবে। সুপারমডেল ও এনএফএল কিংবদন্তির এই সম্পর্ক এক দশকেরও বেশি সময় ধরে ভক্তদের অনুপ্রাণিত করেছে। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেও, নতুন প্রেমের গুঞ্জনে তাদের নাম এখনও শিরোনামে। হলিউডের তারকা আর ক্রীড়াজগতের নায়কদের এই প্রেমকাহিনিগুলো প্রমাণ করে—খ্যাতি, আলো আর ক্যারিয়ারের চাপের মাঝেও ভালোবাসা খুঁজে নেয় তার নিজের পথ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এক সিনেমাতেই প্রেমে জড়ালেন কার্তিক-শ্রীলীলা?  

বলিউডের আলোচনায় আবারও এক তারকা জুটির নাম এসেছে। অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সম্পর্ক…
এক সিনেমাতেই প্রেমে জড়ালেন কার্তিক-শ্রীলীলা ?

‘ওয়াক্স মিউজিয়ামে আসবে মাইকেল জ্যাকসন, তুমি রেডি থাকো’

মাইকেল জ্যাকসন এবার ওয়াক্স মিউজিয়ামে, তুমি কি রেডি? ১৯৯৩ সালে বাংলাদেশি গায়ক শুভ্র দেবের সঙ্গে দেখা হয়েছে…
মাইকেল জ্যাকসনের সাথে বাংলাদেশি গায়ক শুভ্রর দেখা
0
Share