’জাগো’ সিনেমার পরিচালক খিজির হায়াত খান দিলেন নতুন সিনেমার ঘোষণা।
পলিটিক্যাল থ্রিলার গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমার নাম ‘সাম্রাজ্য’। মারিও পুজার বিখ্যাত ‘গডফাদার’ উপন্যাস থেকে ১৯৭২ সালে নির্মিত ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার’ চলচ্চিত্রের অনুপ্রেরণায় নির্মিত হবে ছবিটি। পরিচালক জানিয়েছেন, ‘অনুকরণ নয়, গল্পের ছায়া অনুসরণ করে চলচ্চিত্রটি নির্মত হবে।’
নতুন বছরের মাঝামাঝিতে ‘সাম্রাজ্য’র শুটিং শুরু হবে। এর আগে শিল্পী বাছাই করে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
খিজির হায়াত খান এর আগে বাংলাদেশের প্রথম স্পোর্টস-ফিল্ম ‘জাগো’, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করে আলোচনায় আসেন।
২০২৩ সালের মার্চ মাসে খিজির হায়াতের ‘ওরা সাতজন’ নামে ভিন্নধর্মী মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটি সিনেমা মুক্তি পায়। দর্শকদের প্রশংসা অর্জন করে নেয় সিনেমাটি।