‘এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’- সাদিয়া আয়মান প্রসঙ্গে অভিনেতা মিলন ভট্টাচার্যকে এমনই একটি বাক্য ব্যবহার হতে করতে দেখা গেছে ভাইরাল ‘আলো আসবেই’ গ্রুপের একটি স্ক্রিন শটে। বিষয়টি নিয়ে কড়া জবাব দিলেন অভিনেত্রী।
সাদিয়া তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে তাকে নিয়ে মন্তব্য করা স্ক্রিন শটটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে মিলনকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আপনাকে ধন্যবাদ দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামের শয়তান বেশধারীদের কাছে আমার মতো “এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী” কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন “আলো আসবেই” তা বেশ ভালো, তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন?’
পোস্টটি নজরে এসেছিল মিলনেরও। তিনি সেই পোস্টের কমেন্টে নিজের সাফাই গেয়ে উত্তর দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সাদিয়ায় কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে বর্তমানে মিলনের ফেসবুক আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে একত্রিত হয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থাকা শিল্পীরা। আন্দোলনের বিরুদ্ধে সেই গ্রুপটি থেকে বিভিন্ন শিল্পীদের নির্দেশনা আসতো। ঐ সময় যে শিল্পীরা আন্দোলনের পক্ষে ছিলেন, তাদের নিয়েও আলোচনা-সমালোচনা হয় গ্রুপটিতে।
সম্প্রতি ৩ সেপ্টেম্বর সকালে ‘আলো আসবেই’ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হলে বিপাকে পড়েন গ্রুপের সাথে সংশ্লিষ্ট শিল্পীরা।