২১ তারিখ মাঝ রাতে নিজের ওয়েব ফিল্মের প্রোমোশনের জন্য মিথ্যা ফেসবুক লাইভ করে চরম কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি।
সোমবার, অভিনেত্রীর ১০ মিনিটের সেই ফেসবুক লাইভে প্রথমে ভক্তরাও ঘাবড়ে যান। পরে এটিকে তার নতুন ওয়েব ফিল্ম ‘বিভাবরী’র প্রোমোশনের একটি পন্থা জানালে ক্ষিপ্ত ভক্তরা নানাভাবে কটাক্ষ করতে থাকেন তাই। চরম সমালোচনার মুখে নিজের আইডিটিও ডিঅ্যাকটিভেটও করে ফেলেন। তার প্রচারণার কৌশলটি ভক্তদের হৃদয়ে আঘাত দিয়েছে, সেটাও উপলব্ধি করেন তিনি।
পরে গণমাধ্যমের সাথে ফোনালাপে সাদিয়া বলেন, ‘আমি তো একজন শিল্পী, যেই ওয়েব ফিল্মে কাজ করেছি তারা আমাকে অনুরোধ করে এরকম একটি প্রচারণা চালানোর জন্য। প্রথমে আমি তাদেরকে না বলে দেই। পরে কাজটি করলেও আমার ধারণা ছিল, সাধারণ মানুষ হয়তো বুঝবে, এটা কোনো সিনেমা বা নাটকের প্রচারণার অংশ।’
তবে মানুষ যে সেই ফেসবুক লাইভ কাণ্ডে কষ্ট পেয়েছেন, এটা কাজটা করার পরই বুঝতে পেরেছেন অভিনেত্রী। সেটা উল্লেখ করে সাদিয়া বলেন, ‘ফেসবুক লাইভের পর বুঝলাম মানুষ পুরো বিষয়টি নিয়ে খুব কষ্ট পেয়েছে। যেটা আমাকে খুব আহত করল। আমার নিজের কাছেই এখন খারাপ লাগছে।’
অভিনেত্রীর কথায়, ‘দেখুন, এরকম কোনো কাজ আমার আদর্শের সঙ্গে যায় না। তবুও প্রডাকশন হাউজের অনুরোধেই কাজটা করতে হয়েছে। যখন বুঝতে পারলাম, পুরো বিষয়টি আমার ভক্তদের আঘাত করেছে, এরপর থেকেই নিজের কাছে খারাপ লাগছে। মনে হচ্ছে, কাজটা করার আগে আমার অন্তত ১০ ভাবা উচিত ছিল।’
ভবিষ্যতে আর এমন কাজ করবেন না উল্লেখ করে সাদিয়া আয়মান বলেন, ‘আমি জানি, এই ঘটনার পরে অনেক মানুষের ভালোবাসা হারিয়ে ফেলেছি। তবে আমি বিশ্বাস করি, আমার কাজ দিয়ে আবারও সবার ভালোবাসা ফিরিয়ে আনব। আমার ছোট ক্যারিয়ারে এমন ভুল এর আগে হয়নি। তাই আমার মনে হয়, জীবনেও এই ভুল আর কখনো করবো না।’
উল্লেখ্য, অনীশ দাস অপুর গল্প অবলম্বনে, টিটো রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় প্যারানরম্যাল এক্টিভিটি নির্ভর ‘বিভাবরী’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী ও রিফাহ নাজিবা।