১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। লন্ডনে পুত্র সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসে ২০ ফেব্রুয়ারি। এরপর নানা প্রশ্নের মাঝে সম্প্রতি উঠে আসে নবজাতকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। লন্ডনে জন্ম নেওয়ায় ছোট অকায় কি ব্রিটিশ নাগরিকত্ব পাবে নাকি ভারতীয় থাকবে?
টিভি নাইনের খবরে, লন্ডনে জন্ম হলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পাবে না অকায়। কারণ যুক্তরাজ্যে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী, কেউ সেখানে জন্মালেই নাগরিক হচ্ছেন না। বাবা-মায়ের মধ্যে অন্তত কোনও একজনের ব্রিটিশ নাগরিকত্ব থাকতে হবে। অথবা দীর্ঘ সময় সে দেশে বসবাস করতে হবে। সেক্ষেত্রে নাগরিকত্ব মিলতে পারে। কোহলি কিংবা আনুশকা কেউই সেখানে স্থায়ীভাবে বসবাস করেন না। বিরাটপুত্র অকায় ভারতে জন্ম না নিলেও সে ভারতীয় নাগরিকই হবেন। তবে তার যুক্তরাজ্যের পাসপোর্ট থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ গুঞ্জনের শেষে ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। এর আগে ২০২১ সালে কোহলি ও আনুশকার ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান ভামিকা।