সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা না গেলেও এবার বিরাট কোহলির বায়োপিকেই নাকি দেখা মিলবে ‘অ্যানিমেল’ রণবীর কাপুরকে। এমন ইঙ্গিত দিলেন রণবীর নিজেই।
ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে আসন্ন ‘অ্যানিমেল’ সিনেমার প্রচার সূত্রে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসেছিলেন রণবীর। সেখানে বায়োপিকে অভিনয় নিয়ে জানতে চাইলে ঋষিপুত্র জানান, “আমার মনে হয় নিজের বায়োপিকে বিরাট কোহলির নিজেরই অভিনয় করা উচিত। তিনি অনেক অভিনেতার থেকে ভালো দেখতে। শুধু তাই নয়, ওর ফিটনেসও দারুণ।”
এই থেকে ধারনা করা যায় খুব দ্রুত ক্রিকেটার বিরাটরূপে প্রকাশে আসবেন রণবীর কাপুর। যদিও বিষয়টির সত্যতা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।