শ্রোতাপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে (Coldplay) তাদের নতুন অ্যালবাম মুন ল্যান্ডিং (Moon Landing) থেকে Feelslikeimfallinginlove মিউজিক ভিডিও সহ রিলিজ করেছে ১ জুলাই।
ভিডিওটার মূল বিশেষত্ব হচ্ছে, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য গানের কথা গুলো সাইন ল্যাংগুয়েজে পুরো ভিডিওটিতে গানের কথা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভক্তশ্রোতা, নেটিজেনদের মাঝে ইতিমধ্যেই এই বিষয়টি দারুণভাবে সাড়া জাগিয়েছে।
বাংলাদেশের সঙ্গীত শিল্পী জামান সাইফ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘বিশেষ করে একটি অংশ আছে যেখানে সম্পূর্ণ গানটা মিউট হয়ে যায়। কনসার্টের দৃশ্য চলতে থাকে। এই অংশে সম্ভবত বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা আসলে কনসার্টে ঠিক কি রকম ভাবে দেখে বা অনুভব করে সেটাই বোঝানো হয়েছে। এক কথায় আমি মুগ্ধ।’
কোল্ডপ্লের ফেসবুকের অফিসিয়াল পেইজেও বিভিন্ন দেশের শ্রোতারা সাধুবাদ জানাচ্ছেন ব্যান্ডের সকলকে। মানবিক ও পরিবেশবাদী ব্যান্ড হিসেবে ইতিমধ্যেই কোল্ডপ্লের সুনাম আছে। ২০২৪ সালের শুরুতে থাইল্যান্ড, ফিলিপাইনস ও সিঙ্গাপুরে তারা কনসার্ট করে এশিয়ানদের মন ভরিয়ে গেছেন। শোনা যাচ্ছে আসছে কয়েক মাসের মধ্যে ভারত দর্শনেও আসতে পারে বর্তমানের আলোচিত এই ব্যান্ডটি।
এভাবেই ক্রিস মার্টিন, গাই বারিম্যান, উইল চ্যাম্পিয়ন, জনি বাকল্যান্ড ও ফিল হারভেকে নিয়ে কোল্ডপ্লে বিশ্বজুড়ে ছড়াচ্ছেন সুরের মাদকতা, বাড়াচ্ছেন মানবতার সীমানা।