Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

কোরিয়ায় মসজিদ নির্মাণ করলেন ইউটিউবার দাউদ কিম

ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিম | ছবি: ফেসবুক

দক্ষিণ কোরিয়ার ইনচিওন শহরে অবশেষে নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করলেন জনপ্রিয় ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিম।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে দাউদ জানান মসজিদ নির্মাণ সম্পন্ন হবার কথা। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটি করতে পেরেছি। আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি। ধন্যবাদ।’

এই মসজিদ নির্মাণে তার বাংলাদেশি ভক্তদের সহযোগিতা জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে কিম তার পোস্টে আরও বলেন, ‘এই মসজিদ নির্মাণে প্রচুর বাংলাদেশি সাপোর্ট দিয়েছে। এই সাপোর্টের জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। এখন থেকে আমি কোরিয়াতে মসজিদ নির্মাণে আর থেমে থাকবো না। ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই কোরিয়ার সর্বত্র।’

শুরু থেকেই কোরিয়ায় মসজিদ নির্মাণের ইচ্ছার কথা ভক্তদের সাথে ভাগ করে আসছিলেন দাউদ কিম। একটু একটু করে অনেকের অনুদান ও নিজের সেভিংস থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০০ ডলারে মসজিদের জন্য জমি কেনেন তিনি। তবে অমুসলিম দেশে আল্লাহ’র ঘর নির্মাণে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিলেন কিম।

স্থানীয় অমুসলিম বাসিন্দারা দাবি তলেন ইনচিওনে মসজিদ নির্মিত হলে এই এলাকায় জমির দাম কমে যাবে। এমনকি মসজিদ নির্মাণের স্থান থেকে ১ কিলোমিটারের মধ্যে স্কুল থাকায় শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। জমির মালিক নিজেও মসজিদ নির্মাণ হবে জেনে চুক্তি বাতিল করার চেষ্টা করেন।

তবে সেই সব বাঁধা ছাপিয়ে মসজিদ নির্মাণে সফল হন দাউদ কিম।

উল্লেখ্য, এর আগে কিম দেগুতে মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেন। কিন্তু সেটিও স্থানীয়দের প্রতিরোধে সফল হয়নি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share