১১ মার্চ ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’ খ্যাত বলিউড চলচ্চিত্র প্রযোজক ধীরজলাল শাহ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। প্রযোজকের মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই হাসমুখ শাহ।
হাসমুখ শাহ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছিলেন ধীরজলাল। তার ফুসফুস আক্রান্ত হয়, তৈরি হয় নানা জটিলতা। গত ২০ দিনে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছিল এবং তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার পর কিডনি ও হার্টের কাজ করাও বন্ধ করে দেয়। শেষে মাল্টিপল অর্গান ফেইলিওর হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।‘
প্রযোজক ধীরজলাল শাহের মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক অনিল শর্মা, অমিতাভ বচ্চনের মত বলিউড অঙ্গনের নির্মাতা, তারকা সকলেই।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে একাধিক বলিউড হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন প্রযোজক ধীরজলাল শাহ। এর মধ্যে রয়েছে ২০০৩ সালেএ ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’, ১৯৯৬ সালের ‘কৃষ্ণা’। অক্ষয় কুমারের ‘খিলাড়ি’, অজয় দেবগন অভিনীত ‘বিজয়পথ’।