‘ওয়াকা ওয়াকা’ খ্যাত গায়িকা ১৫ জুলাই অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালের হাফ টাইমে মঞ্চ মাতিয়ে ছিল কলম্বিয়ান গায়িকা শাকিরা। জানেন কি এই পার্ফরমেন্সের জন্য নিয়েছিলেন এই গায়িকা?
১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হওয়া কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে হয়েছিল শাকিরার মিনি কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতিও কিছুটা বাড়ানো হয়েছিল। আর্জেন্টিনার সাংবাদিক হুয়ান এচেগোয়েনের মতে, কোপা আমেরিকার ফাইনালের অর্ধেক সময়ে কলম্বিয়ান শিল্পীকে পাওয়ার জন্য কনমেবল প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছে। তিনি আরও জানিয়েছেন, ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নিয়েছেন ২ মিলিয়ন ডলার। (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা!) সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করেছেন।’
উল্লেখ্য, এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়েছে। আর সেখানে দ্যুতি ছড়িয়েছেন ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে পরিচিতির শিখরে পৌঁছানো এই পপতারকা। সে সময় আট কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে ‘হিপস ডোন্ট লাই’র মতো হিট অ্যালবামও ছিল। গত মার্চ মাসে তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘উইমেন নো লংগার ক্রাই’ প্রকাশ পেয়েছে।