১০ কোটি টাকার কাজ ফিরিয়ে দিয়ে নীতি ও আদর্শকে বেঁছে নিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর। একটি বিজ্ঞাপনের কাজের জন্য এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, অনিল ফিরিয়ে দিয়েছেন পান- মশলা বা গুটখার (চিবানো তামাক) বিজ্ঞাপনের কাজের অফার। বিজ্ঞাপনটিতে মডেল হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেতাকে।
বিষয়টি নিয়ে অনিল কাপুর জানান, তিনি এমন কোনো পণ্যের মডেল হতে চান না, যে পণ্য সমাজের ক্ষতির কারণ হতে পারে। তার ভক্তদের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। তারা কোনো ভুল পথে চালিত হবে, এমন তিনি চান না। তাই দায়বদ্ধতা থেকে নিজের নীতির বিরুদ্ধে কোনো পণ্যের বিজ্ঞাপনের মডেল হবেন না তিনি। কেননা, অর্থ উপার্জনই জীবনের মূল লক্ষ্য নয়।
অনিল কাপুরের এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত মন জয় করতে সক্ষম হয়েছে তার ভক্ত ও অনুরাগীদের।
প্রসঙ্গত, এমন পান- মশলা বিজ্ঞাপন অনিল কাপুর ফিরিয়ে দিলেও অতীতে অনেক বলিউড তারকাদেরই দেখা গেছে এমন পণ্যের মডেল হতে। এ তারকাদের মাঝে রয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, এমনকি বলিউড বাদশাহ শাহরুখ খানও। মডেল হয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন অনেকে। তাই পরবর্তীতে অক্ষয় কুমার, জন আব্রাহামের মতো তারকারা ঘোষণাও দিয়েছিলেন ভবিষ্যতে এমন কোনো পণ্যের মডেল হিসেবে আর কখনো তাদের দেখা যাবে না।