২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসায়- সমালোচনায় আলিচত সিনেমা গ্ল্যাডিয়েটরের দ্বিতীয় পর্ব তথা গ্ল্যাডিয়েটর টু আসছে ২০২৪ সালের নভেম্বরে। এতে মূল চরিত্রে দেখা যাচ্ছে পল মেসকালকে।
কে এই পল, যে জায়গা করে নিল গ্ল্যাডিয়েটরের কলোসিয়ামে?
মেসকাল ২০১৭ সালে লির একাডেমি থেকে স্নাতক হন এবং সেই বছর তিনি দ্য গ্রেট গ্যাটসবি এবং দ্য রেড শুসহ ডাবলিনে বেশ কয়েকটি নাট্য প্রযোজনায় উপস্থিত হন । ২০২০ সালে নরমাল পিপল সালে মুক্তি পায় এবং সেই বছর এটি বিবিসিতে সবচেয়ে বেশি স্ট্রিম করা সিরিজ হয়ে ওঠে । একটি বিশাল সাফল্য ছিল।
সিনেমার মাঝে দ্যা লস্ট ডটার (২০২১) দিয়ে আলোচনায় আসেন। আফটার সান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ক্যাটেগরিতে অস্কার মনোনয়ন পান। সব মিলিয়ে গ্ল্যাডিয়েটর টুতেও পুরস্কারজয়ী অভিনয় দেখার অপেক্ষায় আছে সারা বিশ্ব।
ইতিমধ্যেই পোস্টারে দেখা গেছে পল মেসকালকে ‘গ্ল্যাডিয়েটর টু’-এর মূল চরিত্রে। ট্রেইলারেও তিন মিনিটের ঝলকে রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গণ্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালক। আগের পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করা রাসেল ক্রোর মৃত্যু দেখানো হয় বলে এই কিস্তিতে তিনি থাকতে পারছেন না স্বাভিকভাবেই। তবে পরিচালনায় এবারও থাকছেন রিডলি স্কট।
‘গ্ল্যাডিয়েটর টু’-এ এবার প্রধান চরিত্র রাণী ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’, এই ভূমিকায় অভিনয় করবেন পল মেসকাল। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে থাকছেন পেদ্রো প্যাসক্যাল। ডেনজেল ওয়াশিংটনের দেখা মিলবে ‘ম্যাক্রিনাস’ চরিত্রে। ‘লুসিয়া’র চরিত্রে এবারও দেখা যাবে কনি নেলসনক।
২৫ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘গ্ল্যাডিয়েটর টু’। পুরো বিশ্বে মুক্তি পাবে ২২ নভেম্বর।