কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা ‘পদাতিক’। কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনীনির্ভর এই সিনেমায় মৃণালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।
জানা গেছে, কেরালার চলচ্চিত্র উৎসবটির ২৮তম আসরে ‘ইন্ডিয়া সিনেমা নাউ’ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সাথে প্রদর্শিত হবে ‘পদাতিক’। ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। ৮ দিনব্যাপী অনুষ্ঠিতব্য চলচ্চিত্র উৎসবটির আয়োজন করছেন ভারতের কেরালা রাজ্য সরকার।
ইউরোপে দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে আয়োজিত সবচেয়ে বড় উৎসব লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয় চঞ্চলের এই সিনেমা। ঐ উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর পৃথিবীকে চিরবিদায় জানান মৃণাল সেন। তাই চলতি বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখ কিংবা এই তারিখের আগে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল ‘পদাতিক’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন থেকে। প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে এটি। এছাড়াও চঞ্চল জানিয়েছিলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একই সাথে ‘পদাতিক’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।
প্রসঙ্গত, চঞ্চলের সাথে ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী মনামী ঘোষ। তাকে দেখা যাবে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে।